পুরো ইউরোপ যেখানে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন হয়ে আছে সেখানে উত্তর ইউরোপের দেশ সুইডেন ব্যতিক্রম। দেশটিতে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালেও লকডাউনের কোনো ঘোষণা আসেনি সরকারের পক্ষ থেকে। এতে চরম আতঙ্কে রয়েছেন দেশটিতে অধ্যায়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীরা।
জানুয়ারি মাসের শেষের দিকে সুইডেনে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকেই বাড়তে থাকে মৃতের সংখ্যা। পুরো ইউরোপ যখন করোনা ভাইরাসে থমকে আছে। সেখানে সুইডেনের জীবনযাত্রা চলছে স্বাভাবিকভাবেই। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী।
কিছুটা ভালো উপার্জনের আশায় ইউরোপের অন্যান্য দেশ থেকে সুইডেনে আসা বাংলাদেশিরাও এখন আতঙ্কে রয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েই চলাফেরা করতে হচ্ছে তাদের।
ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস প্রতিরোধে সুইডেনের পরিকল্পনা ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে কিছুটা ভিন্ন। দেশটিতে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের কোন নির্দেশনা আসেনি এখনো।